সোমালিয়ায় আল শাবাবের হামলায় ৮ পুলিশ নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কাছে এক থানায় হামলা চালিয়ে অন্ততপক্ষে আট পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব। পুলিশ ও জঙ্গিগোষ্ঠী উভয়পক্ষই শনিবার এ খবর জানিয়েছে।  রাত ১টায় আল শাবাব যোদ্ধারা মোগাদিশুর ৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের আফগোই শহরের প্রান্তে অবস্থিত থানাটিতে হানা দেয়। থানার আট কর্মকর্তাকে হত্যার পর জঙ্গিরা থানা থেকে তিনটি পিক আপ ট্রাক নিয়ে পালিয়ে যায়।  পিক আপ গুলোর একটির ওপর মেশিনগান বসানো আছে। আফগোই থেকে বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ কর্মকর্তা মেজর আব্দিকাদির হুসেইন বলেছেন, গতরাতে আল শাবাব আমার তিন সহকর্মীকে হত্যা করে আমাদের তিনটি গাড়ি নিয়ে গেছে। গতকাল শনিবার সকালে আমরা তাদের খুঁজে বের করে ১০ জনকে হত্যা করেছি আর মেশিনগান বসানো আমাদের একটি পিক আপ গাড়ি উদ্ধার করেছি, অন্য দুটি পিকআপ নিয়ে বাকি জঙ্গিরা পালিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।

Leave a comment