শিশুসন্তান বিক্রি করে স্ত্রী পালিয়েছে বলে অভিযোগ তুলে স্বামীর আলমডাঙ্গা থানায় লিখিত নালিশ

 

আলমডাঙ্গা ব্যুরো: দেড় বছরের সন্তান বিক্রি করে দিয়ে স্ত্রী পালিয়েছে অভিযোগ তুলে স্বামী জেহালার রাজু আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এলাকার অনেকেই সন্তান বিক্রি নয় বরং দাম্পত্য অশান্তি দূর করতে মা তার অবুঝ শিশুটিকে পোষ্য দিয়েছে বলে মন্তব্য করেছে।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালা গ্রামের দলিলুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম রাজু প্রায় ১০ বছর আগে কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের শামসুল ইসলামের মেয়ে স্বপ্নাকে বিয়ে করেন। তাদের রয়েছে দুটি সন্তান। সম্প্রতি রাজু তার স্ত্রী স্বপ্নাকে গ্রামীণ ব্যাংক মুন্সিগঞ্জ শাখায় ঋণ তুলতে পাঠায়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে রাজু জানতে পারে তার স্ত্রী স্বপ্না খাতুন তাদের দেড় বছরের শিশুকন্যা রুবিকে ৮শ টাকায় উপজেলার চিলাভালকি গ্রামের আজগর আলীর ছেলে সিদ্দিক আলীর নিকট বিক্রি করে দিয়ে গাঢাকা দিয়েছে। এদিকে কয়েক দিন আগে রাজু তার শিশুকন্যাটিকে চিলাভালকি গ্রামে ফেরত নিতে গেলে সিদ্দিক আলী দেয়নি। সিদ্দিক আলী শিশুকন্যাটিকে স্বপ্নার নিকট থেকে কিনেছে দাবি করে জানিয়েছে- শিশুকন্যাকে ফেরত নিতে হলে তার মাকে লাগবে। এ শর্তে বিপাকে পড়েছে শিশুটির পিতা রাজু। তিনি কোথাও স্বপ্না খাতুনকে খুঁজে পাচ্ছেন না। উল্টো রাজুর শ্বশুর তার মেয়েকে গুম করার অভিযোগ তুলে মামলার ভীতি দেখাচ্ছে। উপায়ান্তর না দেখে রাজু জোড়গাছা গ্রামের মিশর মেম্বার, টিপু মেম্বার, লাভলু মেম্বারসহ চিলাভালকি গ্রামে গিয়ে কয়েক দফা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত শিশুকন্যাকে ফিরে পেতে রাজু আলমডাঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

অন্যদিকে এলাকার অনেকের ধারণা রাজুর অত্যাচারের কারণেই তার স্ত্রী স্বপ্না খাতুন এমন কাহিনি সৃষ্টি করেছে। স্বপ্না খাতুন নিজ কোলের অবুঝ সন্তানকে বিক্রি করেননি। চিলাভালকি গ্রামে তাদের আত্মীয় বাড়ি। সেখানে গিয়ে অবস্থানকালে সে প্রথমে সিদ্দিক আলীর নিকট শিশুটি পোষ্য দেয়। পরে ঢাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঢাকায় যাওয়ার মতো তার নিকট কোনো টাকা ছিলো না। উপায়ান্তর না দেখে সিদ্দিক আলীর নিকট থেকে পরবর্তীকালে ৮শ টাকা নিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে গাঢাকা দিয়েছে। তাদের দাবি অত্যাচারের শিকার স্বপ্না খাতুন স্বামীকে উচিত শিক্ষা দিতেই এ ঘটনা ঘটিয়েছে।

Leave a comment