মাগুরায় গণপিটুনিতে চাঁদাবাজ নিহত

 

স্টাফ রিপোর্টার: মাগুরা সদর উপজেলার উলিনগরে গণপিটুনিতে আহত চাঁদাবাজ সাদ্দাম হোসেন (২৩) মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আছাদুজ্জামান জানান, একটি চাঁদাবাজ গ্রুপ গত বুধবার বিকেলে সদর উপজেলার উলিনগর গ্রামে মুড়ি তৈরির কারখানায় হানা দেয়। এ সময় তারা মিল মালিক নীলকান্ত বিশ্বাসের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নীরকান্ত বিশ্বাসকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে কারখানার ভেতরে কর্মরত শ্রমিকরা বিষয়টি টের পেয়ে চাঁদাবাজদের ধাওয়া দেন। এ সময় মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সাদ্দাম (২৩) নামে এক চাঁদাবাজকে আটক করে শ্রমিকরা। পরে এলাকাবাসী তাকে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ যাওয়ার আগেই চাঁদাবাজ গ্রুপের সদস্যরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

Leave a comment