চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আইলহাস ও রায়লক্ষ্মীপুরের দুজন অপহরণ
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা রায়লক্ষ্মীপুরের গাফ্ফারের হদিস মেলেনি। তার অপহরণ রহস্য উন্মোচনে আইলহাসের বিস্কুট ও পিয়ারকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তেমন তথ্য বের হয়নি। অপহরণের পর মুক্ত হওয়া স্কুলছাত্র আইলহাসের হাকিমের নিকট থেকেও গাফ্ফারের ভাগ্যে কী ঘটেছে তা জানতে পারেনি পুলিশ। তবে স্কুলছাত্র হাকিম অপহরণ এবং মুক্ত হয়ে বাড়ি ফেরার বিষয়ে পূর্বের মতোই তথ্য দিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আইলহাস গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ৮ম শ্রেণির ছাত্র হাকিম ও তার মামাতো ভগ্নিপতি পার্শ্ববর্তী রায় লক্ষ্মীপুরের গাফ্ফারকে গত ১১ জুন অপহরণ করা হয়। ১৬ জুন মুক্ত হয়ে বাড়ি ফেরে হাকিম। ইসমাইল হোসেনের ছেলে গাফ্ফারের হদিস না মেলায় রহস্য দানা বাধে। পুলিশে নালিশ করা হয়। হাকিম বাড়ি ফিরে অপহৃত গাফ্ফার সম্পর্কে কিছু বিভ্রান্তমূলক তথ্য দেয় বলে এলাকায় খবর রটে। গুজব রটে হাকিমকে দিয়েই নাকি গাফ্ফারকে মারা হয়েছে। অবশ্য হাকিম এসব কথা গুজব বলে দাবি করে।
চুয়াডাঙ্গা সদর থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। পরশু হাকিম ও তার গ্রামের আকালের ছেলে বিস্কুট ও ফরজেলের ছেলে পিয়ারকে সদর থানায় নেয়া হয়। বিস্কুট ও পিয়ারকে গতকাল আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেলেও অপহৃত গফ্ফারের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।