মেহেরপুর অফিস: বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মুহম্মদ ফজলুল হক গ্রেটার কুষ্টিয়া নিউজ অ্যাওয়ার্ড লাভ করেছেন। সমাজসেবা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় গ্রেটার কুষ্টিয়া নিউজের পক্ষ থেকে গতকাল শনিবার ঢাকার উত্তরায় আমির কমপ্লেক্সে তাকে কাঙাল হরিনাথ পদক প্রদান করা হয়। পদক প্রদান করেন গ্রেটার কুষ্টিয়া নিউজের সম্পাদক মুহম্মদ রবিউল আলম। উল্লেখ্য, সম্প্রতি মেহেরপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারার কারণে গতকাল তার হাতে এ পদক তুলে দেয়া হয়।