স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বড়গাংনী রামনগরের একই পরিবারের ৭ জনসহ তাদের বাড়ি বেড়াতে আসা আরো দুজন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। গতপরশু রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে ৯ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম রোজার সেহরি খেয়ে রোজায় থাকার পর দুপুর হতে না হতে পরিবারের দু সদস্য ডায়রিয়া আক্রান্ত হয়ে স্যালাইন খেতে শুরু করেন। সন্ধ্যায় অবস্থা বেগতিক দেখে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডায়রিয়া আক্রান্তরা হলেন- বড়গাংনী রামনগর গ্রামের আইনুদ্দিনের ছেলে জামাত আলী, তার স্ত্রী রোকেয়া খাতুন, ছেলে হাসিবুল, ছেলের স্ত্রী জাম্বিয়া খাতুন, মেয়ে সুরাইয়া, বোন জাহানারা ও ছেলের শাশুড়ি শরিফা এবং শরিফার বোন আম্বিয়া। এরা পরশু কী খেয়েছিলেন তা স্পষ্ট করে বলেননি।