টিপ্পনী

 

খবর:(জীবননগরে দুটি রেলওয়ে স্টেশনের শত কোটি টাকা মূল্যের জমি প্রভাবশালীদের দখলে)

 

রেলের জমি সরকারি মাল

তাই লুটপাট চলে,

নেতার দোহাই দিয়ে দিয়ে

সব নেমে যায় জলে।

 

কারোর কিছু নেই তো বলার

কোথায় আছে সাহস চলার

বলতে গেলেই চড় ঘুষি কিল

গামছা ওঠে গলে।

 

হায়রে আমার দেশ

চলছে ভালোই বেশ

সব হয়ে যায় ক্ষমতায়

ঘাড় তোলে না যমও তাই।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment