স্টাফ রিপোর্টার: প্রফেসর মো. কামরুজ্জামান চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন। গতকাল শনিবার তিনি যোগদান করেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগদানের সময় তাৎক্ষণিক আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমান। নবাগত অধ্যক্ষকে কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভাগের সকল পর্যায়ের শিক্ষমণ্ডলী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ইসরাফিল, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির রেজিস্টার প্রফেসর হারুন অর রশিদ, নবাগত অধ্যক্ষের পিতা আলহাজ মো. নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান
![](https://old.mathabhanga.com/wp-content/uploads/2015/06/coleg.jpg)