চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্নি স্থানে ইফতার মাহফিল : আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মেহেরপুরসহ বিভিন্নি স্থানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর গাংনীর ঢাবি ছাত্রকল্যাণ সঙ্ঘ অঙ্গীকার ইফতার মাহফিলের আয়োজন করে ঢাবির কার্জন হলে। চুয়াডাঙ্গা জেলা জামায়াত কার্যালয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অপরদিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। অপরদিকে চিকিৎসকেরা সুস্থ থাকতে হলে ইফতারিতে তেলে ভাজা খাবার পরিহার করে তেলজাতীয় খাবার পরিহার করাসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঢাবির গাংনী ছাত্রকল্যাণ সঙ্ঘ অঙ্গীকার আয়োজিত ইফতার মাহফিলে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলকামা সিদ্দিকী বলেছেন, মেহেরপুরে স্থলবন্দর অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং মেহেরপুরে অবিলম্বে রেললাইন বাস্তবায়ন করতে হবে। অঙ্গীকারের সভাপতি পারভেজ ইমতিয়াজ সুরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুর রশীদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক মুক্তিবাণীর নির্বাহী সম্পাদক মুহম্মদ রবীউল আলম, আনোয়ার হোসেন, অঙ্গীকারের সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলামসহ অঙ্গীকারের শতাধিক সদস্য।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে বাংলাদেশ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রোজার ২য় দিনে বাংলাদেশ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মো. মাহফুজুর রহমান, ইমতিয়াজ বিশ্বাস রাজু, সাংবাদিক শরিফ রতন, ছাত্রলীগ নেতা মিঠুন, আশরাফুল হক, মানিক, বকুল প্রমুখ।

এদিকে গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা জামায়াত কার্যালয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের উপস্থাপনায় ও পৌর আমির মফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির আনোয়ারুল হক মালিক। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি রুহুল আমীন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডডভোকেট মসলেম উদ্দীন, অ্যাডভোকেট আসাদুজ্জামান ও মাও. মহি উদ্দীন। প্রধান অতিথি বলেন, যে কোরআন পড়ে আমরা রোজার গুরুত্ব দিচ্ছি সেই কোরআনে ইসলামের অন্যান্য বিধানের উল্লেখ আছে । সেগুলো শতভাগ অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, মুসলমান ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস অনেক তাৎপর্যপূর্ণ। রমজানের রোজা রাখা প্রত্যেক মুসলমান ধর্মের ব্যক্তিদের ফরজ। এ রোজা রাখতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হয়ে থাকেন। কেউ কেউ মাথা ব্যথায় ভুগতে থাকেন। এসিডিটিতেও ভোগেন অনেকে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপতালের মেডিকেল অফিসার ডা. রাজিবুল ইসলাম জানান, রোজার সময় ইফতারিতে তেলেভাজা খাবার পরিহার করতে হবে। এমনকি তৈলাক্ত খাবার খাওয়া ঠিক নয়। শাকসবজি ফলমূল বেশি খেতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে, পানীয় জাতীয় খাবার খেতে হবে। পুষ্টিকর খাবারও খাওয়া প্রয়োজন। আর খাবার খাওয়ার সময় ক্ষুধা রেখে খেতে হবে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা পুষ্টিবিদ রুমানা শারমিন জানান, সুষম খাবার খেতে হবে। এর মধ্যে পুষ্টিকর খাবার বেশি খেতে হবে যেমন ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, রুটি, মিষ্টি, বাদাম, শস্য জাতীয় খাবার, শাকসবজি, ফলমূল টকসহ পানীয় জাতীয় খাবার খেতে হবে।

Leave a comment