চার দিন পার : ছাড়া পাননি রাজ্জাক

স্টাফ রিপোর্টার: টেকনাফের নাফ নদী থেকে বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে অপহরণের চার দিন পেরিয়েছে। এর মধ্যে বাংলাদেশ যোগাযোগ করলে বারবারই বৈঠকের আশ্বাস মিলছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছ থেকে। কিন্তু রাজ্জাককে ছাড়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। এদিকে বিজিবি সদস্য রাজ্জাককে অপহরণের পর তাকে ছেড়ে না দেয়ায় দেশে বেড়েছে ক্ষোভ। বিএনপি সীমান্ত প্রহরায় আরো কড়াকাড়ি করার তাগিদ দিয়েছে।

টেকনাফ ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, নাফ নদীর লালদিয়া এলাকা থেকে ধরে নেয়ার পর বিজিপি স্বীকার করেছে রাজ্জাক রইগ্যাদং পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে। তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়। তারা এখনো একই কথা বলেছে বলে জাহিদ জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান বলেন, আজও (শনিবার) মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তারপরও আমরা আশায় ছিলাম আজ (শনিবার) যেকোনো সময় তাদের কাছ থেকে বৈঠকের সাড়া পাওয়া যাবে। কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো অনুমতি পায়নি বলে জানান। অনুমতি পাওয়া পর পর বৈঠকের মাধ্যমে রাজ্জাককে ফেরত দেয়া হবে বলেও নিশ্চিত করেছেন।

বিজিবি বলছে, আটক রাজ্জাককে ফেরত চেয়ে কয়েক দিন যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি। এ বিষয়ে বিজিবি ও বিজিপির মধ্যে গত বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দরের ডাকবাংলোতে পতাকা বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু মিয়ানমার বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় বৈঠক হয়নি। গতকাল আবার যোগাযোগ করা হলে বিজিপি জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া রাজ্জাককে ফেরত দেয়া সম্ভব নয়।