গাংনীর তেরাইল জোড়পুকুরিয়া কলেজের নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। গতকাল শনিবার কলেজ সম্মেলনকক্ষে দায়িত্বভার গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে কলেজের পক্ষ থেকে বরণ করা হয়। কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, কলেজের পরিচলানা পর্ষদের সদস্য সাহারুল ইসলাম মালিথা, আব্দুল হান্নান বিশ্বাস, সমাজসেবক আব্দুর রহমান। শিক্ষক মাসুদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাসুমুল হক মিন্টু, হিসাববিজ্ঞানের মাহবুবুল হক, আরিফুল ইসলাম, দ্বিতীয়বর্ষের ছাত্রী সানজিদা আক্তার বর্ষা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment