কার্পাসডাঙ্গায় ওয়ার্কার্স পার্টির আলোচনাসভা অনুষ্ঠিত

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ব্রিজমোড়ে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্পাসডাঙ্গা ইউনিয়ন কমিটির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কার্পাসডাঙ্গা ইউনিয়ন কমিটি সভাপতি আ: সামাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির চুয়াডঙ্গা জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শেখ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ইনামুল হক, ডা: আব্দুল ওহাব, হাফি শাহ। আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন কমিটির সহসভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ২ নং ওয়ার্ড কমিটির সভাপতি নজরুল ইসলাম, ১ নং ওয়ার্ড সভাপতি বগা, সাধারণ সম্পাদক কওছর আলী, বিশিষ্ট কার্যকরী সদস্য মহাসীন, শাহাবুদ্দীন, নুর মোহাম্মদ, জহিরুল,কালাম, ইব্রাহিম প্রমুখ। বক্তারা বলেন, কৃষকেরা আজ ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে, কৃষি উপকরণের দাম বৃদ্ধিসহ সাত তৈল কীটনাশক বীজের মূল্য বৃদ্ধি এবং ভেজালে কৃষকেরা আজ প্রতারিত।

Leave a comment