কাকে হত্যার জন্য ফাঁসি : বুঝে উঠতে পারছেন না মুজাহিদ

স্টাফ রিপোর্টার: কাকে, কীভাবে হত্যার দায়ে ফাঁসি দেয়া হয়েছে তা বোধগম্য নয় বলে জানিয়েছেন  মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদ। তিনি নিজেকে নির্দোষও দাবি করেছেন। আজ তার আইনজীবীরা তার সাথে দেখা করতে গেলে তাদের কাছে একথা বলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ জামায়াত নেতা। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অ্যাড. শিশির মনিরের নেতৃত্বে মুজাহিদের সাথে দেখা করতে যান তার পাঁচ আইনজীবী। এ দলে আরও ছিলেন- অ্যাড. নজিবুর রহমান, অ্যাড. কামাল উদ্দিন, অ্যাড. মতিউর রহমান আকন্দ ও অ্যাড. মশিউল আলম। প্রায় এক ঘণ্টা পরে ১২টার দিকে তারা বেরিয়ে আসেন। এ সময় অ্যাড. শিশির মনির বলেন, আপিলের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পেলে তা বিশ্লেষণ করবেন বলে আইনজীবীদের জানিয়েছেন মুজাহিদ। এজন্য আইনজীবীদেরও প্রস্তুতি নিতে বলেছেন তিনি।