স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী সন্দেহে সাবেক এক সেনা কর্মকর্তার ছেলেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম ফাইয়াজ ইশমাম খান (২৪)। মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতারের পর গতকাল তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গ্রেফতারকৃত ফাইয়াজের বাবা অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফরিদ হায়দার খান।
গোয়েন্দা সূত্র জানায়, আইএসের অনুসারী সন্দেহে কিছুদিন আগে গ্রেফতার হওয়া ফিদার দেয়া তথ্য মতে শুক্রবার রাতে মিরপুরের ডিওএইচএস এলাকার ৭ নম্বর সড়কের ৫০৮/১০ নম্বর বাসার ৪/ডি ফ্ল্যাটে অভিযান চালায়। ওই বাসা থেকে ফাইয়াজকে আটক করার পর ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেফতার দেখায়। গতকাল তাকে আদালতে সোপর্দ করে দশ দিনের রিমান্ড আবেদন করা হলে ঢাকার মুখ্য মহানগর হাকিম হাসিবুল হকের আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ফাইয়াজ ইশমাম খান আদমজী ক্যান্টনমেন্ট স্কুল থেকে এসএসসি পাসের পর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক পড়ছেন। এর পাশাপাশি একটি ট্রাভেল এজেন্সির সাথেও যুক্ত। তিনি মূলত এর আগে গ্রেফতার হওয়া ফিদা, গালিবদের সহযোগী। তারা একসাথে জুনুল আল তাওহীদ ওয়াল খলিফাহ নামে একটি সংগঠনের ব্যানারে আইএসের হয়ে কাজ করার চেষ্টা করছিলো। গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, ফাইয়াজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে আর কারা আইএসের অনুসারী হিসেবে কাজ করছে তা জানার চেষ্টা চলছে।