মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

মুজিবনগর প্রতিনিধি: মাদক রাখা ও সেবনের অপরাধে তিন মাদকসেবীর কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল। গতকাল শুক্রবার দুপুরের দিকে তিনি ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মুজিবনগরের মোনাখালী গ্রামের শরিফুল ইসলাম (২৫), বিদ্যাধরপুর গ্রামের মন্টু মণ্ডল (৪০) ও একই গ্রামের নাখরাজ (৫২)।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যরাতে শরিফুল ইসলাম ইসমাইল ও নাখরাজের বাড়ির সামনের রাস্তার ওপর এবং মন্টু মণ্ডল ও নাখরাজ নিজের বাড়িতে গাঁজা নিয়ে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই টিপু সুলতান ও এসআই সুলতান মাহাম্মদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে শরিফুল ইসলাম ও নাখরাজকে তিন মাস ও মন্টু মণ্ডলকে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।