ছুরিকাঘাতে জখম ঠাণ্ডু ড্রাইভার বাঁচার আকুতি জানিয়ে সাহায্যের হাত পেতেছেন

 

স্টাফ রিপোর্টার: প্রতিবেশী প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম ঠাণ্ডু ড্রাইভার বাঁচার আকুতি জানিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার মৃত আব্দুল বারী বিশ্বাসের ছেলে। তার বুকে গত ৯ মে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। চাঁদা চেয়ে না পেয়ে তাকে কাশেমসহ তাদের লোকজন ছুরিকাঘাত করে বলে অভিযোগ।

ঠাণ্ডু ড্রাইভারকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হলে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে নেয়া হয় ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে। সেখানে ১৪ দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে অর্থাভাবে যেমন বিনা চিকিৎসায় মরতে বসেছেন, তেমনই সংসারেও নেমে এসেছে ভয়াবহ অভাব। এ কারণে বাঁচার আকুতি জানিয়ে ঠাণ্ডু ড্রাইভার সকলের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে বলেছেন, সহযোগিতার জন্য ০১৯৩২৬৭০২৪৭ বা ০১৯৩২৬৭০২৪৭ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেছেন, চাঁদা দাবির বিষয়টি প্রথমেই পুলিশকে জানাতে চেয়েছিলাম। কিন্তু ভগ্নিপতি প্রতিবেশীদের সাথে বিরোধে না জড়ানোর অনুরোধ করায় তা করিনি। শুধু চাঁদা দাবি না করতে বলার কারণেই পেছন থেকে হামলা চালিয়ে বুকে চাকু মেরে সটকে পড়ে ওরা।

Leave a comment