আন্দুলবাড়িয়ায় বিদ্যুত বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় টানা লোডশেডিঙের বিরুদ্ধে, দালালমুক্ত বিদ্যুত বিভাগ ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় বাজারের দোয়েল চত্বরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখা ও ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টি আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি কমরেড শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোল্লা আলতাব হোসেন ফেলা, সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম মামুন, শেখ হিরণ, ইয়া খান ও নারায়ণ ভৌমিক প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাজি আলী আজগার টগর এমপি বিভিন্ন সভা সমাবেশে বলছেন, দেশে বিদ্যুতের কোনো ঘটতি নেই। অথচ বিদ্যুত বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীরা সরকারকে বেকায়দায় ফেলতে পবিত্র মাহে রমজান মাসে মসজিদে আজান দেয়ার সাথে সাথে ও নামাজরত অবস্থায় টানা লোডশেডিং দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষুব্ধ করে তুলছে। অবিলম্বে ন্যায্য হিস্যা অনুযায়ী বিদ্যুত সরবরাহ, বিদ্যুত বিভাগকে দালাল মুক্ত ও এর সাথে জড়িত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের তদন্ত পূর্বক অপসারণ করতে হবে। অন্যথায় জনস্বার্থে আগামীতে গণদাবি নিয়ে এলাকায় বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

Leave a comment