৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু

 

স্টাফ রিপোর্টার: ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। লিখিত পরীক্ষাটি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একই সাথে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়না ইসলাম জানান, পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানিয়ে দেয়া হবে। এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত বছর ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর চলতি বছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ৮ এপ্রিল। ওই পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হন।

Leave a comment