স্টাফ রিপোর্টার: হত্যার পর স্বামীর লাশ মাটিচাপা দিয়ে গোসলাখানায় তিন মাস গোসল করেন স্ত্রী। যাতে কেউ সন্দেহ না করতে পারে তিনি স্বামীর হত্যাকারী। অবশেষে তিন মাস পর মোবাইল ট্র্যাকিং করে স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী গত বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামে। নিহতের নাম আল-আমিন শেখ (৫৫)। পুলিশ স্বামী হত্যাকারী স্ত্রী চার সন্তানের জননী ফাতেমা বেগমকে (৪৩) গ্রেফতার করেছে। নিহতের বোনজামাই মোবারক গতকাল বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ফাতেমা বেগম ও প্রতিবেশী শাহজাহান শেখের (৫০) বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন। দুপুরে ফাতেমা বেগমকে আদালতে পাঠানো হয়। তবে আসামি শাহজাহান পলাতক রয়েছেন। পুলিশ জানায়, শাহজাহানের সঙ্গে অবৈধ সম্পর্কের জের ধরে ওই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।