সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র নবায়ন সংশোধনে ফি লাগবে

 

স্টাফ রিপোর্টার: আগামী ১ সেপ্টম্বর থেকে ভোটাদের নির্ধারিত ফি জমা দিয়েই জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সেবা নিতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নবায়নসেবায় এবার ফি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রকার ভেদে একশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ফি গুনতে হবে নাগরিকদের।নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নবায়নের জন্য ১ সেপ্টেম্বর থেকে নাগরিকদের নির্ধারিত ফি জমা দিতে হবে। এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত নাগরিকদের কোনো ফি দিতে হবে না। ইসি জানায়, জাতীয় পরিচয়পত্র নবায়নে সাধারণ একশ টাকা ও জরুরি ভিত্তিতে হলে ১৫০ টাকা ফি দিতে হবে। নষ্ট ও হারিয়ে ফেলে নতুন পরিচয়পত্র সংগ্রহ করার ক্ষেত্রে সাধারণ সময়ে প্রথমবার দুইশ টাকা, জরুরি ভিত্তিতে তিনশ টাকা। এছাড়া দ্বিতীয়বার সাধারণ সময়ে তিনশ টাকা, জরুরি সময়ে গুনতে হবে পাঁচশ টাকা এবং পরবর্তী যেকোনো সাধারণ সময়ে পাঁচশ টাকা ও জরুরি ভিত্তিতে এক হাজার টাকা ফি দিতে হবে।

Leave a comment