বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারত ম্যাচ আইসিসির বিবেচনাধীন

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিতর্কিত ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির বিবেচনাধীন রয়েছে বলে সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সংসদকে প্রতিমন্ত্রী জানান, বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসির তত্কালীন প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালকে না রাখার বিষয়টি বিসিবি অভিযোগ আকারে আইসিসির কাছে পাঠিয়েছে। সামগ্রিক বিষয়টি আইসিসির বিবেচনাধীন রয়েছে। মো. হাবিবর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখায় আন্তর্জাতিক প্রতিযোগিতাসহ ক্রিকেট খেলার সার্বিক মানোন্নয়নের প্রভাব দেখা যাচ্ছে।

তিনি বলেন, ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে ১৭টি ইভেন্টে অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৮ বালক-বালিকাদের অনাবাসিকপ্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।