বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামের বিএনপির সাবেক নেতা আতিয়ার রহমান মুকুল মিয়া গত ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বদরগঞ্জ আলিয়াপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল আজিজ হকের ছেলে আতিয়ার রহমান মুকুল মিয়া। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে আলিয়ারপুর পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।