দোস্তে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাইদঘাট রাজধানীপাড়ার রমজান আলী (৩৫) ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি বলেছেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোস্ত গ্রামের আমবাগান থেকে আম পেড়ে বাড়ি ফেরার পথে দোস্ত স্কুলের অদূরে ৪/৫ জন মোটরসাইকেলের গতিরোধ করে। কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। মারধর করে। আম বহন করা পাউয়ারটলির লেবার দীননাথপুরের আফসার ও আরিফ ঠেকায়। দর্শনা হল্টচাঁদপুরের আরেফিন বেশ কিছুদিন ধরে কিছু একটা দাবি করে আসছিলো। এরই এক পর্যায়ে সে তার লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে গাইদঘাটের বুলু মণ্ডলের ছেলে রমজান অভিযোগ করলেও দর্শনা হল্টচাঁদপুরের ইবাদত মণ্ডলের ছেলে আরেফিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের আড়ালে পূর্ব বিরোধ থাকতে পারে বলে মন্তব্য পুলিশের। সদর থানার কর্তব্যরত অফিসার বলেছেন, একটি অভিযোগ পেশ করলেও পরে তা রমজান নিয়ে গেছে।

Leave a comment