ক্রেতা সেজে ইয়াবাসহ ফেরিওয়ালা পাকড়াও

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: ক্রেতা সেজে ইয়াবা ফেরিওয়ালা একেএম কামরুজ্জামানকে হাতেনাতে আটক করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। গতরাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার মুসলিমপাড়া হোমিওপ্যাথি কলেজের নিকট থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলেছে, আটকের সময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ৯০ পিস ইয়াবা।

আটকৃকতে একেএম কামরুজ্জামান (৩২) ঈশ্বরর্দীর পিআরপুর গ্রামের আকতারুজ্জানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের একজন ক্রেতা সাজেন। ক্রেতা সেজে একজনকে পাঠিয়ে গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম, এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটকের পর জেলা গোয়েন্দা পুলিশ দফতরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় কামরুজ্জামান নিজেকে ভ্রাম্যমাণ বিক্রেতা বলে স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। তাকে গতরাতেই মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় দেয়ার পক্রিয়া করা হয়।

Leave a comment