ইবিতে ভর্তি পরীক্ষা ১৫-১৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সুত্রে জানা যায়, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এ বছর ২২টি বিভাগ ৮টি ইউনিটের অধীনে ১৪৬৫টি আসনে ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd তে বিস্তারিত জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ক্যাম্পাস স্বাভাবিক থাকলে এবং কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হলে যথারিতী পরিক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

Leave a comment