স্বামী-স্ত্রী আটকে রেখে মোটরসাইকেল ছিনতাই
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা গোপালনগর রংপুর গ্রামের মধ্যবর্তী মাঠে রাতের আঁধারে রাস্তায় গাছ ফেলে ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে আটকে রেখে মোটরসাইকেল ছিনতাই করেছে। গত বুধবার রাত ৯টার দিকে গোপালনগর রংপুর মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নতিডাঙ্গা গ্রামের বরকত আলীর ছেলে জসিম উদ্দিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি গোপালনগর থেকে খাওয়াদাওয়া শেষে বুধবার রাত ৯টার দিকে নতিডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে রংপুর গোপালনগর মধ্যবর্তী মাঠে ছিনতাইকারীরা রাস্তায় গাছ ফেলে তাদেরকে আটক করে। আটকের পর জসিম তাদেরকে ছেড়ে দেয়ার কথা বললে তারা বলে অনেক কাজ আছে ছাড়া যাবে না। এ সময় একজন জসিমকে বলে মোটরসাইকেলটা দেন পানি নিয়ে আসি। পানি আনার নাম করে গাড়ি নিয়ে হারিয়ে যায়। পরে জসিম ও তার স্ত্রীর কাছে থাকা দুটি মোবাইলফোনও নিয়ে নেন। জসিম ১/২ জনকে চিনেও ফেলেন। পরে তারা আর তার সামনে আসেনি। তবে ওই এলাকার ২/৩ জনের নামে জসিম অভিযোগ করেছেন বলে তার শ্বশুর গোপালনগরের সাবেক মেম্বার রুস্ত আলী জানান। গতকাল বৃহস্পতিবার সকালে জসিম আলমডাঙ্গা থানায় ৩/৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেছেন।