জোরপূর্বক ভিটে দখল করে বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে সংঘর্ষ : মামলা দায়ের

 

নতিপোতা ইউপির মেম্বর সেলিম উদ্দীন জেলহাজতে

দামুড়হুদা/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার সেলিম উদ্দীনকে জেলহাজতে প্রেরণ করেছেন চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দামুড়হুদা থানা। গতকাল বুধবার বাদীপক্ষের দায়ের করা মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, বেড়বাড়ি-হেমায়েতপুরের মৃত শাহাদত আলীর ছেলে নূরাত আলী (৫০) ও তার পরিবারের সদস্যরা তাদের পূর্ব পুরুষের ভিটেয় বাস করে আসছে। জমিটি খাস ছিলো। কিন্তু ১৯৯০ সালে জমিটি মামলার মাধ্যমে সরকারের পক্ষে রায় হয়। জমিটি সরকারের হলেও একই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে ৭নং ওয়ার্ড মেম্বার সেলিম উদ্দীন গত ২৫ মে দুপুর ১টার দিকে তার লোকজন নিয়ে জোরপূর্বক জমিটি দখল করে বাড়ির ভেতর দিয়ে বেড়া দেয়ার চেষ্টা করে। এ সময় নূরাত ও তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি মারধর করে আহত করে সেলিম মেম্বারের লোকজন। এতে নূরাতের স্ত্রী রাবেয়া খাতুন (৪০), মেয়ে নুপুর খাতুন (১৭), কোবারতের স্ত্রী মোমেনা খাতুন (২৮), মেয়ে লাবনী খাতুন (১৫), মৃত শাহাদতের ছেলে সোবারক (৩৫), কোরবানের ছেলে মাবুদ আলী (২২), আকবরের ছেলে নূরুল হক (২৬), মৃত বিশারতের ছেলে হাফিজুদ্দিন (৩২) ও আমিরের ছেলে সাইফুল ইসলাম (২৪) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বাদী হয়ে নূরাত আলী চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করেন। গতকাল বুধবার ওই মামলায় জামিন হতে গেলে তা নামুঞ্জুর করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৫০৬/১১৪ ধারায় জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

Leave a comment