জীবননগর ব্যুরো: যুদ্ধাপরাধী মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলার রায়ে আপিল বিভাগের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা ২৪ ঘন্টার হরতাল জীবননগরে পালিত হয়নি। হরতালের কোনো প্রভাব পড়েনি এ উপজেলায়। সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ, বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ছিলো অন্যান্য দিনের মতো। বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। দূরপাল্লাসহ সকল প্রকার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। হরতালের সমর্থনে রাজপথে ছিলো না কোনো মিছিল-মিটিং কিংবা পিকেটিং।