মাথাভাঙ্গা মনিটর: জর্জিয়ায় ভয়াবহ বন্যায় চিড়িয়াখানা থেকে বেরিয়ে গিয়ে রাজপথে দাপিয়ে বেড়ানো বাঘের আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেকজন। বাঘটি পরে ধরা পড়েছে এবং এটিকে মেরে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বন্যপ্রাণীগুলোর খোঁজে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, রাজধানী তিবলিসির সেন্ট্রাল স্কয়ারে বাঘের হামলার একজন নিহত হয়েছেন। এর আগের খবরে ওই ব্যক্তি সিংহের আক্রমণের শিকার হন বলে জানানো হয়েছিলো। জর্জিয়ায় এ সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় বহু প্রাণী মারা গেছে। পানির তোড়ে চিড়িয়াখানার খাঁচার দরজা ভেঙে পালিয়েছে বাঘ, সিংহ, জলহস্তী, নেকড়েসহ বিভিন্ন প্রাণী। এ সমস্ত প্রাণীর খোঁজে করছে বিশেষ পুলিশ বাহিনী। এ পর্যন্ত তারা অনেক প্রাণীকে ধরতে সক্ষম হলেও সিংহগুলোকে এখনো খোঁজা হচ্ছে।