চুয়াডাঙ্গা তিতুদহের পাকশীর বিলে সরকারি জমি দখল করে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের নিচে অবস্থিত পাকশীর বিলের জমি দখল করে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের কাজ চলছে। স্থানীয়রা এ অভিযোগ করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের নিচে গহেরপুর ৯৬নং মৌজায় ৩৪ একর এবং বাটিকাডাঙ্গা গ্রামের ৯৭নং মৌজায় ৬২ একর সরকারি খাস জমি নিয়ে পাকশীর বিল অবস্থিত। সরকার এ বিল ইজারা দিয়ে থাকে। বিলের সাথে নিজের কিছু জমি থাকায় কয়েকজন ইতোমধ্যে বিলের কিছু জমি দখল করে পুকুর খনন করেছেন। তারই ধারাবাহিকতায় গহেরপুর গ্রামের ভোলাই মণ্ডলের ছেলে সাকের আলী ড্রেজার মেশিন দিয়ে ওই বিলের সরকারি জমি দখল করে পুকুর খনন করছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, বিষয়টি সংশ্লিষ্টরা জানে। যখনই পুকুর খননের কাজ চলে তখনই বলা হয়। অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নেয় না। এ বিষয়ে সাকের আলী বলেন, অনেকই পুকুর কেটেছেন। তাদের দেখাদেখি আমিও কেটেছি। তবে আমার এ পুকুরের মধ্যে বিলের মাত্র এক বিঘা জমি আছে। বাকি সব আমার। তিতুদহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, কর্তৃপক্ষকে শুধু জানানো ছাড়া আমাদের আর কিই বা করার আছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা এসিল্যাড বদিউজ্জামান বলেন, এতো দূর থেকে গিয়ে অভিযুক্তদের পাওয়া যায় না। তারপরও বিষয়টি দেখছি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান বলেন, সংশ্লিষ্ট বিভাগকে বলে দিচ্ছি।

Leave a comment