চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের সড়ক ও জনপথের জমির ওপর পাকা ভবন নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে সড়ক ও জনপথের জমি দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা লিখিত অভিযোগ এ তথ্য জানিয়ে বলেছেন, তুহিনুল ইসলাম তুহিন প্রকাশ্যে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করছে দেখে অনেকে আপত্তি জানালেও তাতে তিনি কর্ণপাত করছেন না।

স্থানীয়রা বলেছেন, সড়কের ধারের ছোট ছোট দোকান উচ্ছেদ করা হলেও দৌলাতদিয়াড় টিএসসির সামনে সড়কের জমি দখল করে বড় ভবন নির্মাণ করা হলেও সেদিকে কর্মকর্তাদের এখনও নজর পড়েনি। সড়কের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার তুহিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জামি সড়কের জমির সাথে লাগোয়া। সেহেতু আমার জমির সামনের জমি আমি তো ব্যবহার করতেই পারি। আমি যে পাকা স্থাপনা নির্মাণ করেছি তা যদি সড়কের জমির মধ্যে পড়ে তাহলে সড়ক ও জনপথ বিভাগ চাইলে আমি ফেরত দেবো। স্থানীয়রা এদিকে প্রশাসনের বিশেষ দৃষ্টি দেয়ার অনুরোধ জানিয়েছেন।