গাংনী প্রতিনিধি: পুলিশ-জনতার মাঝে সুসম্পর্ক স্থাপন করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম।
বামন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা নুরুল হুদার সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাছ আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইছারুদ্দীন, সিরাজুল ইসলাম, একরামুল হক মাস্টার, হাসানুজ্জামান, শাহাজামাল ইসলাম প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকার উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকার জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দুষ্কৃতীদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা ও নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশ সুপার। মাদক, সন্ত্রাসী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি।