কুষ্টিয়ায় বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহে মির্দা মার্কেটে নির্মাণ কাজের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে কুরবান আলী (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মজনু জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় মির্দা মার্কেটের ছাদে রাজমিস্ত্রির কাজ করছিলো কুরবান আলী। এ সময় ছাদের ওপর দিয়ে বহমান জেনারেটরের তারে অসাবধানতাবশত জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাহার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কুরবান আলী মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রামের মৃত দিদার বকশের ছেলে। মিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment