ওয়ানডেতে ভালো অবস্থায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ভিন্ন দু সংস্করণে একটি দল কতোটা ভিন্ন হতে পারে, সেটার আদর্শ উদাহরণ যেন বাংলাদেশ। টেস্টে ১৫ বছরের পথচলায় শক্ত ভিত্তি গড়তে পারেনি এখনও। কিন্তু রঙিন পোশাকে সেই দলটির পারফরম্যান্সই দারুণ ঝলমলে। অধিনায়ক মাশরাফি মুর্তজার তো বিশ্বাস, বাংলাদেশ এখন ওয়ানডের শীর্ষ দলগুলির একটি।

মাশরাফির নেতৃত্বে গত নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপে খেলেছে কোয়ার্টার-ফাইনাল। যে দলকে হারাতে পারেনি ১৬ বছর ধরে, সেই পাকিস্তানকেও দেশের মাটিতে তারা ৩-০তে হোয়াইটওয়াশ করেছে।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বুধবার মিরপুরের সংবাদ সম্মেলনে মাশরাফির কথায় ধরা পড়লো এ আত্মবিশ্বাসী পথচলারই প্রতিফলন। এখন বিশ্বে যতগুলো দল ওয়ানডে ভালো খেলছে বাংলাদেশও তার একটি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ভালো খেলছে। আমরাও এখন ভালো ক্রিকেট খেলছি। আমি তো বলবো, ওয়ানডেতে আমরা টপে আছি। ছেলেদের বলেছি, ওয়ানডেতে এখন যতোগুলো ভালো দল আছে পরিসংখ্যানের দিক দিয়ে আমরা সবার চেয়ে এগিয়ে। এ আত্মবিশ্বাসটাও সবার আছে।