মাথাভাঙ্গা মনিটর: স্পেনে ওয়াইনের বদলে ভুল করে ডিটারজেন্ট খেয়ে এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বারে গিয়ে হোয়াইট ওয়ান চাইলে ভুল করে ওয়াইনের খালি বোতলে রাখা ডিটারজেন্ট পরিবেশন করা হয়েছিল তাকে। পরিষ্কার করার কাজে ব্যবহৃত ঘন ডিটারজেন্ট খাওয়ার ফলে আন্দ্রেস লোরেন্টে নামের ওই ব্যক্তির পাকস্থলি মারাত্মকভাবে পুড়ে যায়। গত রবিবার বিকেলে স্পেনের ক্যাস্টেলোন প্রদেশের বেনিকার্লো শহরে এ ঘটনা ঘটে।