স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এএসআই কলিমুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ১০ জুন সাবেক স্বামী কর্তৃক গণধর্ষণের শিকার হন তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবল। পরে ওই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ধর্ষিতার সাবেক স্বামী খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানকে। এছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে এএসআই কলিমুর আত্মগোপনে চলে যান।