স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সুষ্ঠুভাবেই মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। এখানে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না। জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় হয়েছে। এখানেও তার মৃত্যুদণ্ড বহাল রয়েছে। তিনি এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। আবার রিভিউ করতে পারেন। তাই সব প্রক্রিয়া শেষ হলেই মুজাহিদের দণ্ড কার্যকর করা হবে। গতকাল দুপুরে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় আনসার ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এ রায়কে ঘিরে জামায়াত হরতাল ডাকলেও নাশকতা চালানোর মতো অবস্থা তাদের নেই। এ নিয়ে কোনো ধরনের নাশকতা করতে দেয়া হবে না, তাদের সব পরিকল্পনা সম্পর্কে আমরা এখন অবগত। এ কারণে তাদের কোনো কিছু করার সুযোগ নেই। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর নজরদারিতে রেখেছে। নাশকতার চেষ্টা করা হলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। জামায়াত-বিএনপির নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ রা করেছেন। সরকার আনসার বাহিনীর সমস্যা সমাধানে সচেষ্ট। তাদের ভাতা বাড়ানোসহ সব জটিলতা কাটিয়ে আনসার বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনসার-ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি জেলা আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। নওহাটা আঞ্চলিক প্রশিণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন ও উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল একেএম আসিফ ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন, আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন প্রমুখ।