স্টাফ রিপোর্টার: সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ১ রমজান থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময় সব ব্যবসা-প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুত সংযোগও চালু রাখা হবে। বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে ব্যবসায়ী নেতাদের এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রমজানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এসএ কাদের কিরণের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে এ দাবিতে বৈঠকে বসেন। বৈঠকে অন্যদের মধ্যে বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব ড. কায়কাউস ও বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, ব্যবসায়ীরা এবার রমজানে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন। যদিও গত রমজানেই তারা বিদ্যুত বিভাগ কর্তৃক ১৫ রোজার পর থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পেয়েছিলেন। এবার একটু আগেভাগেই চাইছেন। তাদের এ চাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এবার প্রথম রমজান থেকেই এ সুযোগটি ব্যবসায়ীদের দেয়া হচ্ছে। এটি যৌথ বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, বর্তমানে সাধারণ নিয়মে রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় আরও জানান, এবার রমজানে সেহরি ও ইফতার সময়টি পুরোপুরি লোডশেডিংমুক্ত থাকবে। তবে ওই সময় বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার ও এলইডি লাইট ব্যবহারের আহ্বান জানান তিনি। একইসাথে সেহরি ও ইফতারের সময় এসি ব্যবহার না করতেও সবার প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।