মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে যুবলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা যুবলীগের কার্যালয়ে ওই বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি এমএ মতিন শামীম, গাংনী থানা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মুজিবনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক বিএম নাসিরউদ্দিন, জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, মাহফিজুর রহমান মাহাবুব, প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

বক্তারা বলেন, সংবিধান বহির্ভূতভাবে যুবলীগের কোনো নেতা পদ বেচা-কেনা ও ঐক্যকে নষ্ট করতে না পারে তার জন্য যুবলীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ফরহাদ হোসেন রাষ্ট্রীয় সফরে যাওয়ায় বর্ধিত সভায় জেলা যুবলীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ দেয়া হয়।

Leave a comment