মুজিবনগর প্রতিনিধি: আমগাছ থেকে আম পাড়তে গিয়ে কাশেম খাঁ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স আম্রকাননের একটি গাছ থেকে পড়ার পর রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। কাশেম খাঁ ভবরপাড়া গ্রামের মৃত জাহান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবনগর আম্রকাননের আম গাছ থেকে বাগান মালিক আম সংগ্রহ শেষ করেন কয়েক দিন আগে। তবে কয়েকটি গাছে বেশ কিছু আম ছিলো। বাগান মালিকের কাছ থেকে ৫০ টাকায় ওই আমগুলো কেনেন বৃদ্ধ কাশেম খাঁ। গতকাল সকাল দশটার দিকে তিনি একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন। এ সময় মগডাল ভেঙে তিনি মাটিতে আছড়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তার বুকে ও মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। এদিকে রাতে কাশেম খাঁর লাশ নিজ বাড়িতে নিলে স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।