পাকিস্তানে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে বিভিন্ন কারাগারে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পবিত্র রমজান মাস শুরুর মাত্র দু দিন আগে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এর মধ্যে লাহোর, শিয়ালকোট ও ভাওয়ালপুরে এক জন করে, রাওয়ালপিণ্ডিতে তিন জন, ফয়সালাবাদে দুজনসহ মোট ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেড় শতাধিক কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করলো দেশটি। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে গত বছর ১৬ ডিসেম্বর নৃশংস সন্ত্রাসী হামলার পর মৃত্যুদণ্ড প্রাপ্তদের দণ্ড কার্যকর করা শুরু করে পাকিস্তান। এর আগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অলিখিত নিষেধাজ্ঞা ছিলো দেশটিতে। আসন্ন রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর এক মাস মেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। গত রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। রমজানে কাউকে ফাঁসি না দেয়া একটি ঐতিহ্য। পাকিস্তান কর্তৃপক্ষ এবছরও ঐতিহ্য বজায় রাখার নির্দেশ দিয়েছে।