দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাল্যবিয়ে প্রতিরোধসহ উপজেলা কমিটির কার্যক্রম জোরদারকল্পে কাজি ও ইমামদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, জেলা ইমাম সমিতির সভাপতি দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাও. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন।
কাজি ও ইমামদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, প্রশাসন আপনাদের কারোই অহেতুক হয়রানি করবে না। কারণ আপনারা অনেক মর্যাদার আসনে অধিষ্ঠিত। তবে আপনারা যদি আইন অমান্য করে ছলচাতুরির আশ্রয় নিয়ে বাল্যবিয়ে পড়ান তাহলে কাজি-ইমাম যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপনাদের নিকাহ রেজিস্টার খুললে দেখা যায় নাম-ঠিকানা ছাড়া কিছুই লেখা নেই। রেজিস্টারের অধিকাংশ ঘরই ফাঁকা রেখেছেন। যখন ধরা পড়ছেন তখন বলছেন সহকারী কাজি এটা করেছে। এসব বলে পার পাওয়া যাবে না। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং সেই সাথে বাল্যবিয়ে পড়াবোনা বলে অঙ্গীকার করি। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।