৮টি শক্তিশালী বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার
দর্শনা অফিস: দর্শনা আনোয়ারপুরে ডাকাতির ঘটনার তিনরাতের মাথায় ফের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। পুলিশি অভিযানে তা ভেস্তে গেছে। ডাকাতদল বোমা ও ধারালো অস্ত্র ফেলে পালিয়েছে। গতরাত সোয়া ১২টার দিকে দর্শনা-দামুড়হুদার সড়কের আনোয়ারপুর রেললাইনের ব্রিজের নিচে ৭/৮ জনের ডাকাতদলের সদস্য ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান ব্রিজ এলাকায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতদল। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৮টি শক্তিশালী ককটেল বোমা, দেশি তৈরি ৫টি ধারালো অস্ত্র। আইসি ইনচার্জ মিজানুর রহমান বলেছেন, ডাকাতচক্রের সদস্যদের গ্রেফতার করতে দফায় দফায় অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আনোয়ারপুরে আলাউদ্দিন ড্রাইভারের বাড়িতে ডাকাতির ঘটনার পর থেকে গোটা এলাকায় বিরাজ করছে ডাকাত আতঙ্ক।