ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর কোলা গ্রামে বজ্রপাতে কৃষক জয়নাল উদ্দিনের মৃত্যু হয়েছে। এ সময় জামাল উদ্দিন নামের আরও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জয়নাল উদ্দিন ওই গ্রামের আইনাল উদ্দিনের ছেলে ও আহত জামাল উদ্দিন আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যে মাঠে পাউয়ারটিলার দিয়ে জমি চাষ করছিলেন জয়নাল উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় তিনি। তার সাথে থাকা জামাল উদ্দিন (২২) আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a comment