জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সীমান্তের নানা সমস্যা চিহ্নিত করে তার সামাধানের বিভিন্ন দিক তুলে ধরে ফলপ্রসু আলোচনা হয়।
বেনীপুর ডিসপোর্ট এলাকাব ৬১/৭ পিলারের নিকট অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোসলেম উদ্দিন। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই বলবেন্দর সিং। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।