স্টাফ রিপোর্টার: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে ৱ্যাঙ্কিঙে দু নম্বর দলের বিপক্ষে এ সিরিজ হতে পারে ইংল্যান্ডের ওই টুর্নামেন্টে খেলার সোপান। তিনটি ওয়ানডের একটি জিততে পারলেও ৱ্যাঙ্কিংয়ে এক ধাপ এগোবে মাশরাফি বিন মুর্তজার দল। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে ৱ্যাঙ্কিঙে আটে। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে পাকিস্তান। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৬। ৯৫ পয়েন্ট নিয়ে আপাতত ছয়ে আছে ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩। তবে এই ফলটা উল্টো হলেও ৱ্যাঙ্কিঙে উন্নতি হবে বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে উঠে যাবে সাত নম্বরে।
এক ম্যাচ জিতলেই ৱ্যাঙ্কিঙে এগোবে মাশরাফিরা
