ইয়েমেনি আল-কায়েদাপ্রধান নিহত

মাথাভাঙ্গা মনিটর: আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার (একিউএপি) নেতা নাসের আল-বুহাইশি ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে। এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়, আল-বুহাইশির নিহত হওয়ার তথ্য গতকাল মঙ্গলবার অনলাইনে এক ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছে একিউএপি। গোষ্ঠীটি বলছে, হামলায় তাদের আরও দু যোদ্ধা নিহত হয়েছে। ইয়েমেনে গত শুক্রবার ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

Leave a comment