ইবিতে চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্টস ফোরামের যাত্রা শুরু

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত চুয়াডাঙ্গা জেলা স্টুডেন্টস ফোরামের যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ১৪ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়। আইন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র নয়ন আদনানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজ (আইন, ২০০৯-১০), ছাত্রীবিষয়ক যুগ্ম আহ্বায়ক তামান্না আহমেদ স্নিগ্ধ্যা (ব্যবস্থাপনা, ২০১০-১১), সদস্য সচিব তানভির আহমেদ শাওন (আইন, ২০০৯-১০), সদস্য মারুফ হাসান সিদ্দিকী (পরিসংখ্যান, ২০০৯-১০), হাসান ফারুক (ব্যবস্থাপনা, ২০১০-১১), রাতুল হাসান (আইন, ২০১০-১১), একরামুল ইসলাম সৈকত (রাষ্ট্রননীতি ও লোকপ্রশাসন, ২০১২-১৩), সামিয়া আফরিন মৌ (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২০১০-১১), মোখলেচুর রহমান (ব্যবস্থাপনা, ২০০৯-১০), তাওহীদুল ইসলাম সাজু (রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন, ২০১২-১৩), সুমাইয়া ইয়াসমিন পিংকি (পরিসংখ্যান, ২০১১-১২), সাবিনা ইয়াসমিন (আইন, ২০০৯-১০), হাবিবুর রহমান (আল হাদিস, ২০০৯-১০) প্রমুখ।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারের পাশে সর্বসম্মতির ভিত্তিতে ১৪ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি তাদের দায়িত্ব পালন করবেন। কমিটি গঠন শেষে কমিটির সদস্যদের ফ্যাকাল্টি বেস দায়িত্ব ভাগ করে দেয়া হয় এবং রমজানের ছুটি শেষে পূর্ণাঙ্গ কমিটির জন্য কাজ শুরু করবেন বলে ঘোষণা দেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা স্টডেন্টস ফোরামের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

Leave a comment