আজ জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল : চুয়াডাঙ্গায় ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

স্টাফ রিপোর্টার: সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে এবং তিনিসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপি এ কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার সকালে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। হরতালে নাশকতা মোকাবেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যার পর থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। জামায়াতের হরতালকে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। এক বিবৃতিতে তিনি বলেন, সড়ক পরিবহন সেক্টরের মালিকরা আজ নানা সংকটের সম্মুখীন। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবেন না। হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখা হবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়িও চলাচল করবে। হরতালের দিন গাড়ি চলাচলে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করতে নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জুলুমের শিকার হয়েছেন। দেশের জনগণও এ রায়ে হতাশ হয়েছে।

নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন: হরতালে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃংখলা বাহিনী। জামায়াতের হরতাল ঘোষণার পরপরই রাজধানীর ৪৯ থানা কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনতে বলা হয়েছে। সন্ধ্যার পর থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ডিএমপির সদর দফতরে আয়োজিত বৈঠকেও যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সুপ্রিমকোর্ট এলাকাসহ যেসব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ বিশেষ করে মগবাজার, পল্টন, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তার অংশ হিসেবে উঁচু ভবনের ছাদে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের সামনে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, হরতালে যেখানে যে মাত্রার ফোর্স প্রয়োজন সেখানে সে মাত্রার ফোর্স মোতায়েন থাকবে। গোয়েন্দাদের পর্যবেক্ষণ ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সন্দেহভাজনদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি কেউ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে বিশেষ নির্দেশনাও রয়েছে।

হারতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের: জামায়াতের ডাকা হরতালে গভীর উদ্বেগ প্রকাশ করে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, বিচারিক রায়কে কেন্দ্র করে হরতাল আহ্বান কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দেশের প্রচলিত আইনানুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বিচারের রায়কে কেন্দ্র করে নেতিবাচক কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির প্রয়াস কোনোভাবেই কাম্য নয়। হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। জাতীর স্বার্থে এফবিসিসিআই সব সময় হরতালসহ সব ধরনের নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে আসছে।

অপরদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ মোটরসাইকেল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, রিংকু জোয়ার্দ্দার, সহসভাপতি মকসুদুল হাসান, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, তথ্য ও পাঠাগার সম্পাদক আকতার, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ। এছাড়াও কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম মনি, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ, সদর থানা ছাত্রলীগ নেতা রানা হামিদ, কলেজ ছাত্রলীগের জীম, শিমুল, রানা, মোমিন, সিকদার, আসাদ, মালেক, রকন, লিপু, টোকন, উজ্জ্বল, সুমন, সোহেল, রেজওয়ান, সোহাগ, শুভ, মানা, ইস্রাফিল, কোলিন্স, আলিফ নুর প্রমুখ। এ সময় বক্তব্য দিতে গিয়ে অনিক বলেন, চুয়াডাঙ্গা ছাত্রলীগের একমাত্র অভিভাবক জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বিএনপি ও জামায়াত-শিবিরসহ সকল অপশক্তির বিরুদ্ধে যখন ডাক দেবেন আমরা ছাত্রলীগ রাজপথে থেকে প্রতিটি লড়াই সংগ্রাম শক্ত হাতে প্রতিহত করবো।

Leave a comment