মাথাভাঙ্গা মনিটর: মার্কিন বিমান হামলায় জঙ্গি নেতা মোখতার বেলমোখতার নিহত হয়েছেন বলে দাবি করেছে লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার। পেন্টাগন নিশ্চিত করেছে যে, গত শনিবার পূর্ব লিবিয়ায় চালানো তাদের একটি বিমান হামলার লক্ষ্য ছিলেন আলজেরিয়ান বংশোদ্ভূত এ ইসলামী জঙ্গি নেতা। তার সাথে অতীতে আল-কায়েদারও সম্পর্ক ছিলো, তবে সম্প্রতি তিনি তার নিজস্ব গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন।
পেন্টাগন বলছে, ওই অভিযানের ফলাফল কি হয়েছে তা তারা এখনো পর্যালোচনা করছে। পেন্টাগনের একজন কর্মকর্তা কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, তারা নিশ্চিত যে বেলমোখতার নিহত হয়েছেন। কিন্তু লিবিয়ার জঙ্গিদের সাথে যোগাযোগ আছে এমন একজন ইসলামপন্থীকে উদ্ধৃত করে বিবিসি বলছে, মার্কিন বিমান হামলায় লিবিয়ার একটি উগ্রপন্থী গোষ্ঠীর চার জন সদস্য নিহত হয়েছে। তবে বেলমোখতার বেঁচে গেছেন।
দুবছর আগে আলজেরিয়ান একটি গ্যাস প্ল্যান্টে চালানো এক মারাত্মক আক্রমণে কমপক্ষে ৩৮ জন লোক নিহত হয়- যার মধ্যে বেশির ভাগই ছিলো বিদেশি।